
রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে কাপ্তাই উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নোয়াপাড়ার অটল বড়ুয়া (৫০) ও কারিগর পাড়ার সুজয় মং মারমা (৪০)।
কাপ্তাই থানার ওসি নূরুল আলম জানান, উপজেলার রায়খালি ইউনিয়নের কারিগর পাড়ায় শনিবার বেলা ১১টার দিকে তাদের মৃত্যু হয়।
ওসি নূরুল বলেন, কাপ্তাই এলাকায় বেশ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে ওই এলাকায় রায়খালি-বান্দরবান সড়কের পাশে একটি পাহাড়ের আংশিক ধসে পড়ে। এর নিচে চলন্ত অটোরিকশা চাপা পড়ে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে এই ঘটনার পর উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস রওনা হয়েছে, তবে সড়কে মাটি থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। এতে কাপ্তাই উপজেলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।
বিবার্তা/শারমিন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]