
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশের আসার সময় শিশুসহ ১২ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি।
কাশিপুর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের সোমবার রাত ৮টার দিকে ফুলবাড়ী থানায় পুলিশের কাছে সোর্পদ করেছে। আটকরা সবাই বাংলাদেশের নাগরিক।
আটকরা হলো- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অজোয়াটারী গ্রামের জহুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০), শহিদুলের স্ত্রী আয়শা বেগম (৩০), মেয়ে শারমিন খাতুন (১২), সুমাইয়া খাতুন (৫), ছেলে আশিক মিয়া (৯), একই উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের ওমর আলীর ছেলে শাহালম মিয়া (২৮), শাহালমের স্ত্রী র্মোশেদা বেগম (২০), নাগেশ্বরী উপজেলার এগারোমাথা গ্রামের আব্দুর রহমানের ছেলে এনামুল হক (৩২), এনামুলের স্ত্রী শরিফা বেগম (২৮), ছেলে মেরাজ মিয়া (৫), রংপুরের বদরগঞ্জ উপজেলার মহিদিপুর গ্রামের দীননাত রায়ের ছেলে শচীন রায় (২৮) ও ডালিম রায় (২০)।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী উপজেলার কাশিপুর বিজিবি কোম্পানি কমান্ডার সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী বলেন, আটকদের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দেয়া হয়েছে।
বিবার্তা/সৌরভ/জাকিয়া
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]