শিরোনাম
টাঙ্গাইলে কন্সট্রাকশন কোম্পানিকে ৮ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ২০ জুন ২০১৯, ১১:০৭
টাঙ্গাইলে কন্সট্রাকশন কোম্পানিকে ৮ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পৌলি সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে এলেঙ্গা কন্সট্রাকশন ও ডিএনকো কোম্পানিকে ৮ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


কালিহাতী উপজেলার পৌলি নদীতে বুধবার এ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান ও আল মামুন।


আল মামুন জানান, পৌলি সেতুর পাশ থেকে দীর্ঘদিন যাবত অবৈধভাবে সরকারি জায়গা থেকে এলেঙ্গা কন্সট্রাকশন ও ডিএনকো কোম্পানি বালু উত্তোলন করে আসছিলো। আমরা সেখানে গিয়ে সত্যতা পাই এবং মোবাইল কোর্ট পরিচালনা করে এলেঙ্গা কন্সট্রাকশনকে ৫ লাখ টাকা ও ডিএনকো কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।


তিনি বলেন, সেই সাথে এলেঙ্গা কন্সট্রাকশন ও ডিএনকো কোম্পানির কর্মকর্তারা পৌলি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকা দিলে পাঁচটি ড্রাম ট্রাক, দুটি মোটরসাইকেল ও আটককৃত তিনজনকে ছেড়ে দেয়া হয়।


বিবার্তা/মোল্লা/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com