শিরোনাম
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : ০৯ জুন ২০১৯, ০৯:০৬
ফেনীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ মাদক ব্যবসায়ী নিহত
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী সদরের ফতেহপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে রাতে ফতেহপুর রেলগেইট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। সে হলো কুমিল্লার বাংগুড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।


ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়ে রাখা ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


র‌্যাব-৭ চট্টগ্রামের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদক নিয়ে ওই এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘরে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র‌্যাব পাল্টা গুলি চালালে দুই মাদক ব্যবসায়ী গুরুতর আহত হয়।


পরে তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আধুনিক ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোহাম্মদ আবু তাহের বলেন, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com