
ঠাকুরগাঁওয়ে টিন চাপা পড়ে আবু সাঈদ (২৮) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড বিআরটিসি মোড় এলাকায় ফরহাদ ট্রেডাস নামে একটি ঢেউটিনের দোকানের গোডাউনে এ ঘটনা ঘটে।
দোকান মালিকের দাবি টিন চাঁপা পড়ে আবু সাঈদের মৃত্যু হয়েছে। আবু সাঈদ সদর উপজেলার সালান্দর জামুরীপাড়া এলাকার এনামুল হকের একমাত্র ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আবু সাঈদ ফরহাদ ট্রেডাসের কর্মচারী ছিলেন। দুপুরে দোকানে কাস্টমার আসলে আবু সাঈদ দোকানের পাশে গোডাউনে টিন আনতে যায়। এসময় বেশকিছু টিন তার উপর উল্টে পড়ে। পরে দোকানের অন্যান্য কর্মচারীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিবার্তা/বিধান/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]