শিরোনাম
রমজানে ব্যতিক্রমী আয়োজনে ‘মৌসাসের’ কার্যক্রম
প্রকাশ : ০৯ মে ২০১৯, ১৫:৫০
রমজানে ব্যতিক্রমী আয়োজনে ‘মৌসাসের’ কার্যক্রম
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পবিত্র মাহে রমজানে ইসলামি সংস্কৃতি দ্বারে দ্বারে পৌঁছে দিতে মাসব্যাপী ব্যতিক্রমী আয়োজন করেছে মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ ‘মৌসাস’।


ফ্রি তে জনসাধারণের কাছে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে ইসলামী গান, গজল, তেলাওয়াত ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা বিতরণ করছে তারা।


দেখাযায় প্রথম রমজান থেকে শুরু হওয়া কর্মসূচি শহরের বিভিন্ন মোড়ে মোড়ে কম্পিউটার, স্পিকারসহ অন্যান্য সামগ্রী নিয়ে তারা এ কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের এই কর্মসূচি শেষ রমজান পর্যন্ত চলবে।


মৌসাসের পরিচালক আবু ছালেহ মো. নাঈম জানান, ইসলামি সংস্কৃতি আজ আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ সিনেমা হল, টেলিভিশন প্রভৃতিতে ছায়াছবিসহ সকল প্রকার অশ্লীল প্রদর্শনীর দিকে ভিড়ছে। আমরা চাই তাকওয়া অর্জনের এই মাসে মানুষ ইসলামি সংস্কৃতির দিকে ফিরে আসবে। সেজন্য মানুষদেরকে আমরা ঐসব কাজ থেকে ফিরিয়ে আনতে ফ্রি তে সবার কাছে এসব বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম সারা জেলার সকল উপজেলায় পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।


বিবার্তা/সাইফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com