শিরোনাম
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ৮৭৯জন
প্রকাশ : ০১ এপ্রিল ২০১৯, ১১:২৬
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ১ লাখ ২৪ হাজার ৮৭৯জন
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১ এপ্রিল, সোমবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় এবার ১ লাখ ২৪ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।


৬৫৮টি কলেজের শিক্ষার্থীরা ১৯৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এবার ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যা ৪ হাজার বেশি।


দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তোফাজ্জুর রহমান জানিয়েছেন, রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে দিনাজপুরের ৪০টি কেন্দ্রে ১২৭টি কলেজের ২৪ হাজার ৯৬জন, রংপুরের ৩৯টি কেন্দ্রে ১২৪টি কলেজের ২৫ হাজার ৪৮০ জন শিক্ষার্থী, গাইবান্ধার ২৯টি কেন্দ্রে ৮০টি কলেজের ১৭ হাজার ৬৩২ জন, নীলফামারীর ২৪টি কেন্দ্রে ৯২টি কলেজের ১৪ হাজার ৮১০ জন, কুড়িগ্রামের ২৪টি কেন্দ্রে ৮৫টি কলেজের ১৪ হাজার ২২১ জন, লালমনিরহাটের ১১টি কেন্দ্রে ৫৮টি কলেজের ৮ হাজার ৮৬১ জন, ঠাকুরগাওয়ের ২০টি কেন্দ্রে ৫৮টি কলেজের ১২ হাজার ২০ জন এবং পঞ্চগড়ের ১২ কেন্দ্রে ৩৪টি কলেজের ৭ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।


বিভাগ ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগে ২৮ হাজার ৫৬জন, মানবিক বিভাগে ৮১ হাজার ১৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৬৮৬ জন। এর মধ্যে ছাত্র ৬৪ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ৭০১ জন।


বিবার্তা/শাহী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com