
ঝিনাইদহে জেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর এসএম আবু হান্নান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, সরকারি কেসি কলেজের সহকারী অধ্যাপক তৈয়বুর রহমান, এসএম আব্দুল মতিন, হাবিবুর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সহকারী অধ্যাপক আছিয়া বানু, আনিছুর রহমান।
জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে দিনব্যাপী চলা এ প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলার ১৫টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের প্রথমধাপে অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা।
পরে বাছাইকৃত ৮টি প্রতিষ্ঠানের ২৪ শিক্ষার্থী কুইজ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে। কুইজ প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল।
মঙ্গলবার এ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত হবে।
বিবার্তা/আকবর/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]