
ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে।
শনিবার রাত ও রোববার বিকালে দফায় দফায় এসব হামলা হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত আতঙ্ক বিরাজ করছে গ্রামের বাসিন্দাদের মধ্যে।
বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রামে এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে নবীকে অবমাননার করে পোস্ট দেয়ার অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা ও লু্টতরাজের অভিযোগ উঠেছে।
ওই কিশোর স্থানীয় একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পুলিশ তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
স্থানীয়রা বলছেন, বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর এলাকাজুড়ে সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান খান বলেছেন, মাইকে উস্কানি দিয়ে সেখানে কিছু বাড়িঘরে হামলার ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]