
ফেইসবুকে এক ব্যক্তির তোলা ‘তদবির বাণিজ্য ও অর্থ পাচারের’ অভিযোগের জবাব দিতে গিয়ে ‘কয়েকজন মহারথীর’ বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ পাল্টা অভিযোগ এনেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
হাজার কোটি টাকার চেয়ে ‘ইজ্জত ও রাষ্ট্রের আমানত’ গুরুত্বপূর্ণ মন্তব্য করে তিনি ফেইসবুকে লিখেছেন, “সবার এখন গুজববাজ আর সুবিধাবাদী বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।”
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ফেইসবুক পোস্ট এক দফা সম্পাদনাও করেছেন জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতাদের প্রতিনিধি হিসেবে সরকারের উপদেষ্টামণ্ডলীতে দায়িত্ব পাওয়া মাহফুজ।
সোমবার রাত ২টা ৫১ মিনিটে ফেইসবুকে দেওয়ার ওই পোস্টে শুরুতে তিনি লিখেছিলেন “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। নূতন একটি দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সবই প্রকাশ পাবে। একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোন টাকা ধরছেন না, এটা কার সহ্য হবে!”
তিনি এও লিখেছিলেন, “আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। একটি নূতন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে।”
পরে রাত ৪টা ২৮ মিনিটে তা সংশোধন করে ‘একটি নূতন দলের’ বদলে ‘বিভিন্ন দলের মহারথীদের’ কথা বলেন মাহফুজ।
তিনি লেখেন, “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে।
“পুনশ্চঃ আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে।”
পোস্ট সংশোধনের একটি ব্যাখ্যাও সঙ্গে দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। লিখেছেন, “কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিকাল মবিলিটির ল্যডার। একটা না কয়েকটা দলের মহারথীরাই আমার/ আমাদের বিরুদ্ধে কাজ করছেন।”
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]