সরকারের সুচিন্তিত কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি: প্রেস সচিব
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ১৪:৪৪
সরকারের সুচিন্তিত কৌশলে দ্রুত কমছে মূল্যস্ফীতি: প্রেস সচিব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অন্তর্রর্তী সরকারের সুচিন্তিত কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।


শফিকুল আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।


তিনি আরও লিখেছেন, ২০২৫ সালের জুন মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম।


প্রেস সচিব লিখেছেন, খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।


সবশেষে তিনি লিখেছেন, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com