
দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুজ্জামান লিটন (৪৫) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে নবাবগঞ্জ ব্র্যাক অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান লিটন স্থানীয় হেয়াতপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মতিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ অভিমুখে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের টিম ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে আসা হয়েছে।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]