
শেরপুরে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষায় সদর উপজেলার ২৮ জন সেরা শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেছে শিক্ষা অধিদপ্তর। শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার স্বীকৃতি হিসেবে শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রকল্পের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’-এর আওতায় এ পুরষ্কার প্রদান করা হয়।
২৯ জুলাই, মঙ্গলবার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা শিক্ষার্থীদের হাতে পুরষ্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। ২০২২ এবং ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি সমমানের পরীক্ষায় বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও কারিগরি মাধ্যমের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এ পুরষ্কার প্রদান করা হয়।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া-এর সভাপতিত্বে পুরষ্কার বিতণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. চাঁন মিয়া, জামায়াত নেতা মাওলানা যাকারিয়া মো. আব্দুল বাতেন, অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সালাহউদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, অধ্যক্ষ জামাল উদ্দিন, প্রধান শিক্ষিকা অ্যানী সুরাইয়া মিলোজ, অভিভাবক তোফাজ্জল হোসেন, সেরা শিক্ষার্থী মাহতাবুর রহমান, আদিবাতুল জান্নাত আরিফা, আল শাহরিয়ার প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘এই ধরণের কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে সহায়তা করবে এবং শিক্ষার্থীদের মধ্যে ভালো করার প্রতিযোগিতা বাড়াবে। তিনি পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে সামনের দিনে আরও ভালো করার এবং শিক্ষার জ্ঞানকে ভবিষ্যত পেশাগত জীবনে কাজে লাগানোর আহ্বান জানান।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]