
সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবেনা। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।
২৯ জুলাই, মঙ্গলবার দুপুরে সুন্দরবন সংলগ্ন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জ (মোংলা) কাযার্লয়ে আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে চাঁদপাই রেঞ্জ’র সহকারী বন সংরক্ষক দিপন চন্দ্র দাস। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপাই ষ্টেশন অফিসার মিলটন রায়, চাঁদপাই ষ্টেশনে এপজি
পংকজ কুমার হালদার, আন্ধারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিক চৌধুরী, ফরেস্টার রমজান আলী। বনবিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন এলাকা থেকে আগত ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি), এবং জয়মনি ডলপিন কনজারভেশন (ডিসিটি) টিমের সদস্যরা অংশ নেন। এরপর দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]