নরসিংদীতে ২৫ কৃতি শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ২০:২৭
নরসিংদীতে ২৫ কৃতি শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) কর্তৃক আয়োজিত নরসিংদী সদরের ২৫ জন শিক্ষার্থীকে মঙ্গলবার মেধা পুরষ্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক পর্যায়ে ১২ জন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৩ জন শিক্ষার্থীকে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কারের মধ্যে ছিল এককালীন ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ।


নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার এর সভাপতিত্বে মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে সদর উপজেলা মিলনায়তনে মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী শিক্ষার্থীদের মধ্যে এ পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এম. সাজ্জাদুল হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, এস, এম. আব্দুল খালেক।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার মো: আকরাম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক প্রদীপ সাহা, পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থী যথাক্রমে সিটি কলেজের ছাত্র খায়রুল কবির, নরসিংদী সরকারি কলেজের ছাত্রী রিধিতা ভৌমিক অর্ণা, জামেয়া কাশেমীয়া মাদরাসার ছাত্র মো: ওয়াহিদুল হাসান ও ব্রাহ্মন্দী গার্লস হাই স্কুল এন্ড কলেজের ছাত্রী সৈয়দা আমেনা প্রমুখ।


প্রধান অতিথি তার বক্তব্য বলেন, ব্যাঙের ছাতার মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু প্রকৃত শিক্ষা কয়টা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারছে? সেটা আমাদের দেখার বিষয় রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার্থীরা আনন্দের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য পরিকল্পনা মোতাবেক আমাদেরকে সে ব্যবস্থা নিতে হবে। ছাত্র-ছাত্রীরা যেন সঠিক পথ দেখতে পায়, সে ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দিতে হবে। জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, শ্রেণিকক্ষে গুণগত পরিবর্তন আমরা চাই।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ভালো নম্বর পেয়ে ভালো চাকুরী পাওয়াই কিন্তু শিক্ষার প্রধান উদ্দেশ্য নয়। তোমরা যেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়াতে পারো এমন শিক্ষাই মূল উদ্দেশ্য হওয়া উচিত।


অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার খাদিজা তুল কুবরা।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com