
ফেনীতে মাইক্রোক্রেডিড সংস্থা মমতা'র ঋণের কিস্তির জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের পশ্চিম বিজয়সিংহ ফকির বাড়ীতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৯ জুলাই) স্বামীর অভিযোগের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মো. শামছুজ্জামান।
জানাগেছে, গত জানুয়ারীতে ছেলেকে বিদেশ পাঠানোর জন্য মাইক্রোক্রেডিড সংস্থা মমতা থেকে তিনলক্ষ টাকা ঋণ নেন পশ্চিম বিজয়সিংহ ফকির বাড়ীর গিয়াস উদ্দিনের স্ত্রী ফেরদৌস আরা বেগম (৪৫)। গত ৫ মাস ২১ হাজার টাকা হারে প্রতি মাসে কিস্তি পরিশোধ করেন তিনি। গত ১৩ জুলাই তাঁর ৬ষ্ঠ কিস্তির দিনধার্য ছিল। সেদিন থেকে নিয়মিত কিস্তি পরিশোধের জন্য হুমকি-ধামকি দিয়ে আসছেন মমতা এনজিও'র ফেনী সদর শাখার ফিল্ড অফিসার ওমর ফারুক।
গৃহকর্তা গিয়াস উদ্দিন জানান, সর্বশেষ ২৭ জুলাই সকাল ১০টার দিকে ওমর ফারুক কিস্তির জন্য এসেছিলেন। তার স্ত্রীকে কিস্তি পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। তার স্ত্রী আট হাজার টাকা জমা হয়েছে বলে ফারুককে বলেছিলেন। ফারুক কিছুতেই আংশিক টাকা নিতে রাজি হয়নি। বিকালের মধ্যে পরিশোধ করার জন্য হুমকি দেন। ওইদিন দুপুর সাড়ে ১২ ঘটিকার সময় রান্না ঘর থেকে ফেরদৌসীকে গলায় ওলনা পেঁছানো অবস্থায় বাড়ীর লোকজন উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে নিহত ফেরদৌস বেগমের বোন সীমা আক্তার বলেন, ফেরদৌস শুধু মমতা থেকে ঋণ নিয়েছেন। সময়মত পরিশোধ করতে না পেরে নিজেই মানষিকভাবে ভেঙে পড়েন।
মমতার কার্যালয়ে গিয়ে অভিযুক্ত ফিল্ড অফিসার ওমর ফারুকের দেখা মেলেনি। বক্তব্যের জন্য মুঠোফোনে ফোন দেয়া হলে, তিনি ফোন রিসিভ করেননি।
এনজিও সংস্থা মমতার সহকারি পরিচালক মো. শাহে এমরান বলেন, ফেরদৌস আরা বেগম মমতার একজন নিয়মিত সদস্য। ঋণের কিস্তি নিয়ে ফিল্ড অফিসারের সাথে ভুলবুঝাবুঝির বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। নিয়মিত সদস্যের মৃত্যুর কারণে মমতার গ্রাহক বিধি অনুযায়ী ফেরদৌস বেগমের পরিবার ঋণ মওকুফসহ প্রাপ্ত সুবিধা পাবে পরিবার।
ফেনী থানার ওসি মো. শামছুজ্জামান বলেন, ঋণের কিস্তি নিয়ে মানষিক চাপে ছিলেন নিহত গৃহবধূ ফেরদৌস আরা বেগম। এরই জেরে আত্মহননের পথ বেঁচে নিয়েছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন নিহতের স্বামী।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]