
নড়াইলের লোহাগড়া উপজেলার হলদাহ গ্রামে পুকুরের পানিতে পড়ে আরাফাত শেখ (১৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
রবিবার (২৭জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নলদী ইউনিয়নের হলদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত শেখ হলদাহ গ্রামের সৌদি প্রবাসী মোস্তাক শেখের ছেলে। আরাফাত শেখ মৃগীরোগে আক্রান্ত ছিল।
নলদী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব মোল্যা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিকালে আরাফাত শেখ বাড়ির পাশে পুকুরের পাড় দিয়ে হেঁটে মাঠে তাদের গরু আনতে যাচ্ছিল। এ সময় হঠাৎ তার মৃগীরোগ দেখা দিলে পরিবারের সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। খোঁজাখুঁজিরএকপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে আরাফাত শেখের ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম সোমবার (২৮জুলাই) এ বিষয়টি নিশ্চিত করে জানান, হলদাহ গ্রামে পুকুরের পানিতে পড়ে মৃগীরোগী আরাফাত শেখের মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকা রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]