নির্মাণের এক মাস পর দেবে গেল রাস্তা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৫:৩৯
নির্মাণের এক মাস পর দেবে গেল রাস্তা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গুরুদাসপুরে এলজিএসপি প্রকল্পের আওতায় ৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে ১৭২ মিটারের নির্মাণাধীন হেরিংবন্ড রাস্তা একমাসের ব্যবধানে ভেঙে দেবে গেছে।


উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চিতলাপাড়া গ্রামে তিনধাপে গৃহীত তিনটি প্রকল্পের এই রাস্তা নির্মাণে অনিয়ম পরিলক্ষিত হয়েছে।


সরেজমিনে দেখা গেছে, ইটের ওপর বালি বিছিয়ে রাস্তা নির্মাণ শেষ করেছেন ঠিকাদার। কিন্তু ইটের মাঝে বালু দেয়া হয়নি। চারপাশে মাটি কম দেয়ায় বিভিন্নস্থান দেবে ও ধসে গেছে। হাঁটলেই নড়বড় করে ইট। ধসে গেছে সাইড এজিং।


স্থানীয় নুর আমিন, মুন্নাফ, সিদ্দিক মোল্লাসহ অনেকে জানান, দীর্ঘদিন পর কাঁচা রাস্তাটি পাকা হয়েছে। কিন্তু নির্মাণকাজে ব্যবহৃত ট্রলির ভাড়েই দেবে গেছে রাস্তাটি। বালু দিয়ে ইটগুলো ঠিকভাবে বসানো হয়নি। ফলে যানচলাচল করতে পারেনা। রাস্তার মাঝখানে দেবে গর্তের সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


অনুসন্ধানে জানা যায়, এক বছর আগে এডিপি প্রকল্পের মাধ্যমে ওই হেরিংবন্ড রাস্তা নির্মাণ শুরু হয়। আবার গত জুন মাসে ৫ লাখ টাকা ব্যয়ে ১০৭ মিটার হেরিংবন্ড রাস্তা নির্মাণ করা হয়। নির্মাণকাজ পায় নাটোরের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরিফ কন্সট্রাকশন । এরপর এলজিএসপি প্রকল্পের আওতায় ৮ লাখ ১২ হাজার টাকা ব্যয়ে বাকি ১৭২ মিটার রাস্তা নির্মাণকাজ অনিয়মের মধ্যে শেষ
করে স্থানীয় গোকুল এন্টারপ্রাইজ।


মূলত ধারাবারিষা ইউপি সদস্য মো. কামরুজ্জামান রাস্তাটির নির্মাণকাজ শেষ করেন। তার মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন নিজের প্রায় সকল কাজকর্ম করান বলে জানা গেছে।


ঠিকাদার কামরুজ্জামান বলেন, রাস্তার কাজ ঠিকমতোই করা হয়েছে। একটু উনিশবিশ হতে পারে। রাস্তা ভেঙে বা দেবে গেলে মেরামত করা হবে।


অপরদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, রাস্তাটি নির্মাণে নিম্নমানের ইট বালু ব্যবহার করা হয়নি।


উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, এলজিএসপি প্রকল্পের ব্যাপারে কোনো মন্তব্য নেই। তবে এডিপি প্রকল্পে অনিয়ম হলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com