মধ্যনগরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৫:১০
মধ্যনগরে নৌকা ডুবে বৃদ্ধার মৃত্যু
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের মধ্যনগরে নৌকা ডুবে শামছুন্নাহার (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার পিপড়াকান্দা সিএনজি-অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শামছুন্নাহার নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার স্ত্রী।


জানা গেছে, তিনি পরিবারের পাঁচ সদস্যসহ দুই দিন আগে তাঁর বাবার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার স্বরসতীপুর গ্রামে এসেছিলেন।


শুক্রবার সকালে যাত্রীবাহী ট্রলারে করে স্বরসতীপুর থেকে মধ্যনগরের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। পথিমধ্যে পিপড়াকান্দা ব্রিজের নিচে পৌঁছলে প্রবল স্রোতে নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। দুর্ঘটনার সময় যাত্রীদের বেশিরভাগই সাঁতরে তীরে উঠতে পারলেও শামছুন্নাহার নিখোঁজ ছিলেন।


পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় নৌকার ছাদের ভেতর থেকে শামছুন্নাহারকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


মধ্যনগর থানা পুলিশের এসআই মো. আলমগীর হোসেন বলেন,ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/শহীদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com