গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:১৩
গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদদের আত্মা শান্তি পাবে : খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে এখনো পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। গোপালগঞ্জে হামলা এবং মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এসবই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।


শুক্রবার (১৮ জুলাই) সকালে নরসিংদীর চিনিশপুরে জুলাই আন্দোলনে জেলার প্রথম শহীদ তাহমিদের কবরে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।


বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, তহমিদদের মতো শহীদদের রক্তে অর্জিত পরিবেশকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। এসব থেকে মুক্তি পেতে গণতন্ত্রের বিজয় অর্জন করা জরুরি। এ জন্য একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের চূড়ান্ত বিজয় হলেই শহীদ তাহমিদসহ সব শহীদের আত্মা শান্তি পাবে।


এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, অ্যাড. আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম,মাজহারুল হক টিটু, আউলাদ হোসেন, মোকারম হোসেন ভুইয়া,আব্দুর রউফ ফকির রনি, সুমন চৌধুরীসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com