
জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এবং শোক ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে শহরের আজাদী ময়দানের জেলা বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিলটি বের হয়ে পান্না চত্বর এলাকা ঘুরে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
বিএনপির মৌন মিছিলে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জিয়া স্মৃতি পাঠাগার জেলা শাখার সভাপতি ও সদস্য আব্দুস সালাম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিঃ আমিনুর রহমান ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল মন্ডল সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সহ জেলা বিএনপির সকল ইউনিটের নের্তবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মৌন মিছিল শেষ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সঞ্চালনায় শহীদ স্মৃতি চত্বরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডঃ লিয়াকত আলী বাবু বলেন, প্রথমে আমি স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক যারা আহত তাদেরকে আমি স্মরণ করছি এবং যার শহীদ হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি।সেই সাথে যারা গুম হয়েছেন, নির্যাতিত হয়েছে তাদেরকেও আমরা রাজবাড়ী জেলা বিএনপি'র পক্ষ থেকে বিশেষভাবে স্মরণ করছি।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]