
১৬ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) "মার্চ টু গোপালগঞ্জ"-এর আগে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লাঞ্চনার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি গতকাল রাতে (১৭ জুলাই) দায়ের করা হয়। এতে ৭৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আতাউর পিয়ালের নাম রয়েছে। এছাড়া ৪৫০ থেকে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত এই ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে।
ঘটনাটি শুরু হয়েছিল ১৬ জুলাই, যখন আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সদস্য ও সমর্থকরা এনসিপির "মার্চ টু গোপালগঞ্জ"-এ ভাঙচুর চালায় এবং পুলিশ ও সমর্থকদের ওপর হামলা চালায়।সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি সদস্যদের ওপরও ছাত্রলীগের কিছু সদস্য আক্রমণ করে, যার ফলে দীর্ঘস্থায়ী সংঘর্ষ শুরু হয়। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী হামলাকারীদের ওপর গুলি চালায়।
এ ঘটনায় গোটা গোপালগঞ্জ জুড়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া কারফিউ দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য সাময়িকভাবে শিথিল করা হয়। এরপর থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।
শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে। প্রধান সড়কে জনসাধারণের চলাচল প্রায় বন্ধ। শুধু জরুরি সেবা চালু রয়েছে। শহরের অলিগলি ফাঁকা, জনমানবশূন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় উপস্থিতি না থাকলেও সকাল পর্যন্ত যৌথবাহিনী বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করেছে বলে জানিয়েছে প্রশাসন।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]