
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার হলেও তার মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছেন তাঁর স্বজন ও সহপাঠীরা। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্তের দাবি করেন তারা।
শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাজিদের মরদেহ হস্তান্তরের সময় এমন দাবি করেন তারা।
এ সময় সুষ্ঠু তদন্ত দাবি করে প্রায় এক ঘণ্টা মরদেহ আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে
ছেড়ে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রক্টর শাহিনুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়া হবে বলেও জানান তিনি।
এদিকে আজ দুপুর ১২টায় কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সাজিদের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হলে টাঙ্গাইলের নিজ গ্রামে নেওয়া হয় তার মরদেহ।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সাজিদের মরদেহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। নিহত শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন বিভাগের ২০২১-২২ শিক্ষা বর্ষের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মাটিয়াটা দক্ষিণপাড়া এলাকার আহসান হাবিবুল্লাহ দেলোয়ারের ছেলে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]