জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১৬:০৬
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে প্রতীকী ম্যারাথন হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শহরের তিনআনি বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে প্রতীকী ম্যারাথনটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর পৌর পার্ক সংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজিত প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।


এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁইঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপি’ সদস্যসচিব এবিএম. মামানুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মামুনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


পরে অতিথিরা সহ জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ ও সুধীবৃন্দ সহ উপস্থিত সকলের অংশগ্রহণে প্রতিকী ম্যারাথনটি অনুষ্ঠিত হয়।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com