
দিনাজপুরের হাকিমপুর হিলিতে কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
১৭ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা কৃষি সম্পাসরণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব গাছ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম।
এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্পাসরণ কর্মকর্তা মেজবাহুর রহমান, উপজেলা ভেটেনারী সার্জন ডা. মুনতাসির মামুন, হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম বলেন, কৃষি প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিজন শিক্ষার্থীর মাঝে কাঠাল, জাম ও নিমের ৪ টি করে ৯৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছ বিতরণ করা হয়।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]