প্রতিবন্ধীদের বিদ্যালয়ের এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ১৫:০৪
প্রতিবন্ধীদের বিদ্যালয়ের এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড়ের সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১ টায় পঞ্চগড় শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন জেলার সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা ।


মানববন্ধনে দেশ প্রতিবন্ধী স্কুল পঞ্চগড়ের পরিচালক মোঃ জহিরুল ইসলাম, উপকার প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক, মোঃ শহিদুল ইসলাম , সদর উপজেলার মকবুল হোসেন অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হুমায়রা সুলতানা ও হাড়িভাষা ইউসুফ আলী অটিজম প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানারা আক্তার, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তারসহ অনেকেই বক্তব্য রাখেন।


এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শ্রেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের ১৭৭২ টি প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে।


মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com