
নরসিংদীর মাধবদীতে দুটি সুতার গুদামসহ একটি ঝুটের দোকান আগুনে পুড়ে গেছে।
রবিবার রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের কোতালিরচর এলাকার লুৎফর রহমান মার্কেটে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি সুতার গুদামসহ অপর একটি ঝুটের দোকানে।
মো. রায়হান বলেন, খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন ব্লক দেওয়ায় মার্কেটের অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারেনি।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, তদন্তের পর আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
বিবার্তা/কামাল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]