
ফরিদপুরে পাসপোর্ট করতে গিয়ে ধরা পড়েছেন ৩ রোহিঙ্গা নাগরিক। এ ঘটনায় রাশেদ খান (২৮) ও সিয়াম মাহমুদ (২৭) নামে আরও দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় শহরের কমলাপুর চাঁদমারি এলাকার পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক তিন রোহিঙ্গা হলেন, আব্দুল ছোবহান (৬০), তার স্ত্রী হাসিনা বেগম (৫৭) ও তাদের মেয়ে জামাই তৈয়বুর (২৯)। এছাড়া রাশেদ খান ও সিয়াম মাহমুদের বাড়ি শহরের কমলাপুর মহল্লায়।
পুলিশ ও পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আটক রোহিঙ্গাদের কাছ থেকে কক্সবাজার পৌর সদরের পাহাড়তলী মহল্লার ঠিকানা সম্বলিত আব্দুল ছোবহান ও হাসিনা বেগমের নামে দুটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। তবে এগুলো ভুয়া এনআইডি বলে জানা গেছে।
আটক রোহিঙ্গাদের মধ্যে আব্দুল করিম বলেন, দালালেরা ৫০ হাজার টাকা চুক্তিতে তার শ্বশুর ও শাশুড়ির পাসপোর্ট করিয়ে দেওয়ার কথা বলে তাদের ফরিদপুরে নিয়ে আসেন। ফরিদপুর আসার পর তাদের ধরে একটি স্থানে নিয়ে দেড় লাখ টাকা দাবি করা হয়। কিন্তু ওই টাকা দিতে না পারায় চার পাঁচজন মিলে তাদের ওপর হামলা চালায়। এসময় তিনি দৌড়ে পাসপোর্ট অফিসের সামনে এলে সেখানে কর্তব্যরত আনসাররা তাদের উদ্ধার করে অফিসের মধ্যে নিয়ে যান। পরে পুলিশ এসে রাশেদ ও সিয়ামসহ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আহাদুজ্জামান বলেন, ভুয়া এনআইডি নম্বর দিয়ে গত ২৩ জানুয়ারি দুই রোহিঙ্গা নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করেন। তবে তাদের এনআইডিতে দেওয়া তথ্যের সঙ্গে সংগতি না থাকায় গত ৭ জুলাই তা বাতিল করা হয়। এরপর তারা পুনরায় দালালের মাধ্যমে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, রোহিঙ্গাসহ আটকদের বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক মো. নাইমুজ্জামান বলেন, আনসার সদস্যরা তাদের অফিসে নিয়ে আসার পর ঘটনা জেনে পুলিশের নিকট তাদের সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]