
জামালপুরের ইসলামপুর কুলকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড জিগাতলা গ্রামের ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও নিহত পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই, সোমবার দুপুরে জিগাতলা গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের বড়ভাই নূর খন্দকার, আনোয়ার খন্দকার, বোন পারভিনা, নিহতের স্ত্রী রেহানাসহ এলাকাবাসীর অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, গত ২৮জুন মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে নিয়ে আসে দুর্বৃত্তরা। এরপর দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ওয়ার্ডের ইউপি সদস্য
জিগাতলা গ্রামের তয়বুর খন্দকারের ছেলে আব্দুর রহিম।
আব্দুর রহিমের খুনের ঘটনায় থানায় মামলা হলেও আসামি গ্রেফতারে পুলিশের কোন ভূমিকা না থাকায় নিহত স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাই এলাকাবাসী ও ভোক্তভোগী পরিবার আব্দুর রহিম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচার দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এব্যাপারে মামলা তদন্তকারী কর্মকর্তা আনোয়ারুল হক জানান, মামলা রুজু হওয়ার পর আসামীরা পলাতক রয়েছে এবং আসামীদের তথ্য প্রযুক্তি সাহায্যে আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/ওসমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]