
নরসিংদীতে কাঠগড়া থেকে চুরির মামলায় সন্দেহভাজন এক আসামির পালিয়ে গেছেন। সোমবার (১৪ জুলাই) দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতের কাঠগড়া থেকে তিনি পালিয়ে যান।
পলাতক আসামির নাম রিয়াজুল ইসলাম হৃদয় (২৫)। তিনি জেলার রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।
আদালত পুলিশের ওসি মো. সাইরুল ইসলাম বলেন, ‘৭ জুলাই অটোরিকশা চুরি মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।’
পুলিশ সূত্র জানায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানি চলছিল। ওই সময় লোডশেডিং চলছিল। এ সুযোগে অভিযুক্ত হৃদয় আদালতের দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি টের পেয়ে আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। পুলিশ তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে।
মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় লোডশেডিং চলছিল। এ সুযোগে হাতকড়া খুলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।
তিনি আরও বলেন, যে দুজন পুলিশ দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। যার ফলে এ ঘটনা ঘটে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিবে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]