ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:০৬
ভালুকায় মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ভালুকায় বসতঘর থেকে মা ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।


সোমবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের টিঅ্যান্ডটি মোড় এলাকার হাইয়ুলের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহতরা হলেন- ময়না আক্তার (২৫), তার ছয় বছর বয়সী মেয়ে রাইসা এবং দুই বছর বয়সী ছেলে নীরব।


পুলিশ জানায়, নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোণার কেন্দুয়ার বাসিন্দা। তিনি ভালুকায় একটি স্পিনিং মিলে চাকরির সুবাদে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নাইট ডিউটি শেষে সোমবার সকাল ৯টার দিকে বাসায় ফিরে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তালা ভেঙে ভেতরে ঢুকে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। বাড়িটির পাশের কক্ষে থাকতেন রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও নির্মম। প্রাথমিকভাবে আমরা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছি। পলাতক নজরুলের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।’


ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আকতার উল আলম বলেন, পারিবারিক কারণে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদে জন্য আটক করা হয়েছে। তবে ঘটনার সময় স্বামী ঘরে ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের দেবর পলাতক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com