
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, জামায়েত ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ে। এ সময় বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজারসহ যেকোনো স্থানে জমে থাকা পানি এডিস মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠতে পারে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা বলেন, ঝিনাইগাতী উপজেলায় এখনো বড় পরিসরে ডেঙ্গু ছড়িয়ে পড়েনি, তবে সতর্কতা জরুরি। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কোনোভাবেই অবহেলা করা যাবে না।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রতিরোধই ডেঙ্গুর সবচেয়ে বড় চিকিৎসা। সবাই সচেতন হলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]