
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে পৌর এলাকার মসজিদ পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। থানায় নিয়ে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. পলাশ (৩০), হেলাল মিয়া (৩৫) ও মো. কাউছার (৪৫)। পলাশ ও হেলালের বাড়ি কুমিল্লার কোতোয়ালী এলাকায় এবং কাউছারের বাড়ি পৌর এলাকার মসজিদ পাড়ায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি ব্যাগে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য কুমিল্লা থেকে এসব গুলি নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত করা হচ্ছে। গুলি উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]