নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ, ৯ মিলারের লাইসেন্স বাতিল
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২২:৩৭
নন্দীগ্রামে আমন মৌসুমে চাল সরবরাহে ব্যর্থ, ৯ মিলারের লাইসেন্স বাতিল
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমন মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের জন্য চুক্তি না করায় বগুড়ার নন্দীগ্রামে নয়’টি রাইস মিলের লাইসেন্স বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।


উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, আমন মৌসুমে খাদ্য গুদামে চাল সরবরাহে মিল মালিকদের সঙ্গে চুক্তি করার বাধ্যবাধকতা ছিল। এ উপজেলায় লাইসেন্স ভুক্ত মোট ১৫টি রাইস মিল রয়েছে। এরমধ্য ছয়’টি মিল মালিক চাল সরবরাহ জন্য চুক্তি করে। বাকী নয়’টি রাইস মিল মালিক এই চুক্তি না করায় তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।


এ উপজেলায় আমন মৌসুমে ৪৭ টাকা কেজি দরে ৬৭২ টন সিদ্ধ চাল সংগ্রহের উদ্দেশ্যে উপজেলার চালকল মালিকদের সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের নিমিত্তে আহŸান জানানো হয়। এতে মোট ছয়’টি মিল মালিক ৩৪২.৪৫০ টন চাল সরকারি খাদ্য গুদামে সরবরাহের চুক্তি সম্পাদন করে। এর মধ্য একজন মিলার চাল সরবরাহ করতে ব্যর্থ হয়ে চুক্তি ভঙ্গ করার তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।


লাইসেন্স বাতিলের বিষয়টি নিয়ে মিল মালিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। নন্দীগ্রাম রাইস মিল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা আল-তৌফিক জানান,আমরা ক্ষুদ্র মিলার। সরকারি চাল সরবরাহের শর্ত এবং সময়সীমা অনেক কঠোর। তারপরেও আমরা কেজিতে তিন টাকা লোকশান দিয়ে সরকারি খদ্যগুদামে চাল সরবরাহ করেছি। সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, সরকারকে আমরা সবসময় সহযোগিতা করতে চাই। তবে বাস্তবতা বিবেচনা করে সময় ও সুযোগ দিলে ভালো হয়।


নন্দীগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাজেদুল ইসলাম জানিয়েছে, নিয়ম অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর নজরদারি থাকবে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com