নাটকীয়তা শেষে বিপিএল শুরু
মুখোমুখি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসএক্সপ্রেস
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৫১
নাটকীয়তা শেষে বিপিএল শুরু
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি। বিতর্কিত মন্তব্যের দায়ে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে ক্রিকেটাররা বয়কটের ডাক দিয়েছিল। ফলে গতকাল (বৃহস্পতিবার) সূচিতে থাকা মিরপুরে বিপিএলের দুটি ম্যাচের কোনোটিই হয়নি। অনেক নাটকীয়তার পর আজ (শুক্রবার) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস মুখোমুখি হয়েছে। বাঁচা-মরার সমীকরণ নিয়ে আগে ব্যাটিং করছে নোয়াখালী।


মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে চট্টগ্রাম। বিতর্কের জন্ম দিয়ে এবারের বিপিএল শুরু করলেও, চট্টগ্রাম মাঠের খেলায় ভিন্ন রূপ দেখিয়েছে। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে শেখ মেহেদী হাসানের দলটি। তবে শীর্ষ দুইয়ে থাকার সমীকরণ মেলাতে চাইবে চট্টগ্রাম। এক্ষেত্রে তাদের সুবিধা দেবে বাড়তি ম্যাচ খেলার সুবিধা (লিগপর্বে এখনও ৩ ম্যাচ বাকি)।


অন্যদিকে, ৮ ম্যাচ খেলে সমান ৪টি করে পয়েন্ট পেয়েছে নোয়াখালী। তারা টুর্নামেন্টে টিকে আছে যদি-কিন্তুর হিসাবে। নোয়াখালীর প্লে-অফে উঠতে সমীকরণ– শেষ দুই ম্যাচে শুধু জিতলেই চলবে না, রংপুর যেন আর ম্যাচ না জেতে, সেই কামনাও করতে হবে। রংপুর তাদের বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই আসর থেকে ছিটকে যাবে নোয়াখালী ও ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স।


এর আগে বৃহস্পতিবার দিনভর নানা নাটকীয়তায় পূর্বনির্ধারিত খেলা হয়নি। খেলোয়াড়রা যখন নিজেদের মধ্যে সভা ও সংবাদ সম্মেলনের জন্য হোটেলে অবস্থান করেছেন, অন্যদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অন্য পরিচালকদের মিরপুর স্টেডিয়ামের ২২ গজে পায়চারি করতে দেখা গেছে। এরই মাঝে বিসিবি নাজমুল ইসলামকে শোকজ করলেও নিজেদের অবস্থানে অনড় ছিল ক্রিকেটাররা। পরবর্তীতে রাতে বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রিকেটারদের সংগঠন কোয়াব শর্তসাপেক্ষে আজ থেকে খেলায় ফেরার কথা জানায়।


চট্টগ্রাম রয়্যালস একাদশ : নাঈম শেখ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মাহফিজুল ইসলাম রবিন, মাহমুদুল হাসান জয়, হাসান নেওয়াজ, শেখ মাহেদী হাসান (অধিনায়ক), আসিফ আলি, আমির জামাল, শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও মুকিদুল ইসলাম।


নোয়াখালী এক্সপ্রেস একাদশ : হাসান ইসাখিল, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলি (অধিনায়ক), জাকের আলি অনিক (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মেহেদি হাসান রানা, ইহসানউল্লাহ ও জহির খান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com