
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আমাদের দলের ৪০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে মবের ভয়ে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ১১টায় গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অধ্যক্ষ কাজী মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর জাতীয় পার্টির সভাপতি কাজী আতিনুর রহমান, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মেহেদুল ইসলাম, নুরুল ইসলাম প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান আতিক, ত্রাণ বিষয়ক সম্পাদক হাসান আলী প্রমুখ।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমরা মনে করি প্রশাসন এখনো দেশের নিয়ন্ত্রণ নেয়নি। আজকে সারাদিন ঢাকা অচল ছিল, কালকেও সারাদিন ঢাকা অচল ছিল। তফশিলের পরে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা কখনো তফশিলের পরে এই ধরনের ঘটনা দেখিনি। তবে আমরা মনে করি সরকার, নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনী সকলে যদি চায়, তাহলে অবস্থার উত্তরণ ঘটতে পারে। এই অবস্থায় সুষ্ঠ ভোটের কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমরা মনে করি এ অবস্থার উত্তরণ অবশ্যই ঘটাতে হবে।
বিবার্তা/নুর আলম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]