জোটের ছদ্মবরণে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে একটি গোষ্ঠী: সোহেল
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪৩
জোটের ছদ্মবরণে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে একটি গোষ্ঠী: সোহেল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যায় জড়িত এমন একটি গোষ্ঠী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মবরণে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।


শুক্রবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই অভিযোগ তোলেন তিনি।


সোহেল বলেন, ‘বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি, একটি গোষ্ঠী যারা একাত্তরে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছন এবং করিয়েছেন, আবার অপতৎপরতা শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মবরণে তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাইছেন।’


মানুষ যখন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথাও কানে আসছে জানিয়েতিনি বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। এর মানে এই নয়, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন, তা আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমাদের সেই আন্দোলন আন্দোলনের জায়গায় রয়েছে।’


বিএনপি নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেয়ার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘পুরুষের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্যই এই কার্ড। যারা নারীকে ঘরে আবদ্ধ করতে চায়, তারাই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্ত ছড়াচ্ছে।’


তিনি আরও বলেন, ‘একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রেখে একেক সময় একেক কথা বলছে। তাদের টার্গেট একটাই কোনোমতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। সেই ভয়ংকর চেহারা জাতি আর দেখতে চায় না। ক্ষমতায় আসার জন্য এরা নানারকম উদ্ভট ফতোয়া দিবে।’


জনগণ এইসব ধর্ম ব্যবসায়ীদের ভোটের ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে বলেও মন্তব্য করেন হাবিব-উন-নবী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com