ভাঙল ‘জামায়াত জোট’, চরমোনাই পীরের একক নির্বাচনের ঘোষণা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৬:১৬
ভাঙল ‘জামায়াত জোট’, চরমোনাই পীরের একক নির্বাচনের ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জামায়াত ইসলামসহ ১১ দলীয় জোট থেকে বেরিয়ে গেল চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ। একক নির্বাচনের ঘোষণা দিয়েছে দলটি।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে সংগঠনটির নিজ কার্যালয়ে এ ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।


গাজী আতাউর রহমান বলেন, ২৬৮ আসনে একক নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব।


ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য ইসলামপন্থীদের ভোটের ওয়ান বক্স পলিসি ঘোষণা গিয়েছিলেন পীর সাহেব চরমোনাই।


ইসলাম প্রতিষ্ঠার জন্য ও ইসলামি আদর্শ বাস্তবায়নের জন্য কেউ কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ক্ষমতায় যেতে সমঝোতাকে ব্যাহত করছে। আমরা আমাদের নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই।


গতকাল আসন বণ্টন হয়েছে, শেষ পর্যায়ে এসে আমাদের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই শঙ্কা থেকে, ইসলামের পক্ষে একটা বাক্স হেফাজতের প্রয়োজন চিন্তা করেছি। আমাদের ভবিষ্যত পথচলা মসৃণ নাও হতে পারে।


এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com