দৌলতপুর সীমান্তে প্রায় ১৪ লক্ষ টাকার বিভিন্ন মাদক উদ্ধার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১:৫৭
দৌলতপুর সীমান্তে প্রায় ১৪ লক্ষ টাকার বিভিন্ন মাদক উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে প্রায় ১৪ লক্ষ টাকার ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করেছে বিজিবি। রবিবার রাতে দৌলতপুর সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ এসব মাদক উদ্ধার করা হয়।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া বিজিবি সেক্টরের ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের নির্দেশে রোববার রাত ৮.৪০টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে জিয়া রোডে নাায়েব সুবেদার গোলাম ফারুকের নেতৃত্বে বিজিবি’র টহল দল আল্লারনামে চলিলাম যাত্রীবাহী বাসে মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান চালায়।


এসময় মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৯৪পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক সিজার মূল্য ৯ লক্ষ ২৮ হাজার ২০০ টাক।


অপরদিকে আশ্রয়ন বিওপি’র টহল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১০০ গ্রাম হেরোইন ও ৯ বোতল ফেনসিডিল এবং শেওড়াপাড়া বিওপি’র টহল দল ১০০ গ্রাম হেরোইন ও ১০০ পিস সিনেগ্রা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধার করা মাদকের সর্বমোট সিজার মূল্য ১৩ লক্ষ ৬১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করে ধ্বংশের নিমিত্তে ব্যাটালিয়ন সদরের মাদক ষ্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com