সিংড়ায় পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১:৫৩
সিংড়ায় পাট ও উফশী আউশ ধানের বীজ বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিংড়া উপজেলায় ২৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও ২৬০জন কৃষকের মাঝে পাটের বীজ বিতরণ করা হয়েছে।


প্রত্যেক কৃষক পাচ্ছেন আউশ ধান বীজ ৫ কেজি ও পাটের বীজ ১কেজি এ প্রণোদনার মধ্যে রয়েছে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার।


সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি হলরুমে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ কর্মস‚চির উদ্বোধন করা হয়।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। তিনি বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ। তিনি শুরুতে স্বাগত বক্তব্য দেন।


এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিন খান'সহ উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।


কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হচ্ছে।উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭৬০ জন কৃষক এ সহায়তা পাচ্ছেন।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com