নরসিংদীতে
অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১:৪২
অবৈধ ব্যাটারি কারখানা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর পলাশে অবৈধ ভাবে গড়ে উঠা জিনওয়ান স্টোরেজ নামে একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।


সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে উঠা কারখানায় অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন এই অভিযান পরিচালনা করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ফুলবাড়িয়া গ্রামে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করে আসছিল। যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে এটি স্থায়ী ভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ক্ষতিকর এই কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।


অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com