বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় আগুন দিলো ছেলে
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ২১:৩৩
বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় আগুন দিলো ছেলে
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে রাগ করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) রাতে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের মো: কামাল হোসেনের ছেলে জুনায়েদ (১৫) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, ৩ বছর ধরে প্রবাসে থাকা ময়ের সন্তান জুনায়েদ তার বাবা কামাল হোসেনের কাছে মোটরসাইকেল দাবী করে আসছিলো দীর্ঘদিন ধরে। গতকালও সকালে এ নিয়ে বাবার সাথে বাকবিতন্ডে জড়ায় সে। তারপরেও মোটরসাইকেল কিনে দিতে সম্মতি না হলে এক পর্যায়ে বাবার সাথে রাগ করে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় সে। প্রতিবেশি রবি মাস্টার আগুন দেয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েদ পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলে। পরে বাবা কামাল হোসেন পুলিশে খবর দেয়।


মনোহরদী থানা পুলিশ কামাল হোসেনের বাড়িতে গেলে নিজে তার ছেলে জুনায়েদকে পুলিশের হাতে তুলে দেয়। পরে স্থানীয় লোকজনের এবং বাবার সুপারিশে তাকে ভয়ভিতি দেখিয়ে ছেড়ে দেয় পুলিশ। সারাদিন আর বাড়ি ফিরেনি জুনায়েদ। পরে রাত ৮টার দিকে বাড়ি ফাকা পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েদ। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয় তারা। তবে ততক্ষণে পুরো পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয় এতে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাবা কামাল হোসেনের। পোল্ট্রি খামারে কোন মুরগি ছিলো না।


মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, দুপুরে পুলিশে খবর দিলে কামাল হোসেনের বাড়িতে গিয়ে ছেলে জুনায়েদকে আটক করে পুলিশ। পরে স্থানীয়দের ও বাবার সুপারিশে তাকে ছেড়ে দেয়া হয়। রাতে পুনরায় আগুন দেয়ার ঘটনা শোনে পুলিশ ঘটনাস্থলে যায়। ঐ সময় জুনায়াদকে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com