গুরুদাসপুরে
মসজিদের হিসাব দ্বন্দ্বে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৭২ ঘন্টার আলটিমেটাম
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২২:২৪
মসজিদের হিসাব দ্বন্দ্বে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, বিএনপির ৭২ ঘন্টার আলটিমেটাম
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে আ.লীগ বিএনপির সংঘর্ষে ৭ জন আহতের ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও সহযোগী সংগঠন।


শনিবার (১২ এপ্রিল) বিকালে রানীগ্রাম বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি সংশ্লিষ্ট মসজিদের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।


আয়োজক সুত্র জানান,উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রাম মধ্যপাড়া মসজিদে গত জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির বৈঠক চলছিলো। বৈঠকে মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড যুবলীগ নেতা লাবলু ও বিএনপি নেতা আব্দুল হাকিমের কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে বিয়টি আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে দলীয় বিবাদে রুপ নেয়।


এতে বিএনপিকর্মী আব্দুল হাকিম (৩৮), আনসার প্রামানিক (৬৫), রফিকুল প্রামানিক(৫০) আহত হন। তন্মধ্যে বিএনপি কর্মী আব্দুল হাকিমের অবস্থা আশঙ্কাজনক হলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আওয়ামী লীগের বাবুল প্রামানিক (৫০), সুজন আহমেদ (৩০), তারিকুল ইসলাম (২৫), হারেজ আলী (৪০) আহত হয়েছেন বলে আওয়ামীগের পক্ষে দাবি করা হয়েছে।


এ ঘটনায় আব্দুল হাকিমের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় ২২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে মামলার আসামী গ্রেপ্তারে প্রশাসনকে ৭২ ঘন্টা সময় বেধে দেন বক্তারা। অন্যথায় বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


মশিন্দা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ওই বিক্ষোভ ও পথসভায় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা শাকিল হোসেন,রাকিব হোসেন, তাহসিন রহমান মিহাল, উপজেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দৌলা সুজন, মশিন্দা ইউনিয়ন যুবদলের আহবায়ক পারভেজ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাঙা মোল্লা, আহবায়ক শামীম আহম্মেদ, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পদক আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মাষ্টার ও সবুজ বিশ্বাস লালন।


এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন,‘খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। মামলা হয়েছে। আগামি গ্রেপ্তারে পুলিশ সক্রিয় রয়েছে।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com