নরসিংদীতে
দুই স্কুল ছাত্রীর ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ২১:৫৮
দুই স্কুল ছাত্রীর ধর্ষকের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রায়পুরায় চর আড়ালিয়ার বাঘাইকান্দি গ্রামে দুই স্কুল ছাত্রী ধর্ষণকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সচেতন নাগরিক সমাজ।


১২ এপ্রিল, শনিবার নরসিংদীতে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সম্মিলিত সচেতন নাগরিক সমাজ।


নরসিংদী প্রেসক্লাবের সম্মুখে সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘন্টাকাল ব্যাপী অনুষ্ঠিত বিশাল মানব বন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার শান্তি।


বক্তারা বলেন, সন্ত্রাসী কাইয়ুম ও মুন্নার মিয়ার নেতৃত্বে ইমরান, রাজ্জাক, আব্দুর রহমান, ইসরাফিল,সাইফুল মিয়া ও রমজান গত ৭ এপ্রিল পূর্ব বাঘাইকান্দি এস.ই.এস.ডি.পি মডেল হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে গণধর্ষণ করে । এই গণধর্ষণের ঘটনাটি এলাকার একটি প্রভাবশালী মহল ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে রায়পুরা থানায় দুটি মামলা দায়ের করা হয়। কিন্তু মামলা হলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। ঘটনা যারা ধামাচাপা দেয়ার অপচেষ্টা করেছিল, আসামিরা সেই প্রভাবশালী মহলের ছত্রচ্ছায় আত্মগোপনে রয়েছে বলে আমাদের ধারণা ।


বক্তাগণ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ২৪ ঘবটার মধ্যে আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে আমরা সচেতন নরসিংদীবাসীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।


মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য শিক্ষক নেতা রঞ্জিত কুমার সাহা, রায়পুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, সুজন—সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক হলধর দাস, সম্মিলিত সামাজিক আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহ্ খন্দকার ও সামসুল হুদা আনসারি, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, রায়পুরার মহিলা পরিষদ নেত্রী অধ্যাপক আরেফা ফেরদৌস চন্দনা, সংশ্লিষ্ট হাই স্কুলের প্রধান শিক্ষক আবু মুসা, বিশিষ্ট নাট্যকার শাহআলম মিয়া, অধ্যাপক মনিরুল ইসলাম, রায়পুরার শিক্ষক সমিতির সম্পাদক সারওয়ার হোসেন, বেলাব উপজেলা মহিলা পরিষদ নেত্রী নাজনীন হক হেনা ও আসপিয়া আক্তার হেনা, রায়পুরার মহিলা পরিষদ নেত্রী লাভলী রানী,সদরের মহিলা পরিষদ নেত্রী জয়শ্রী সাহা ও মারিয়া আক্তার, শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, মো: রুহুল আলম,সুভাষ দত্ত,হাফেজা বেগম, কলেজ ছাত্রী অদ্রিতা রহমান, কলেজ ছাত্র রায়হান মিয়া প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী সদর উপজেলা শিক্ষক নেতা তপন কুমার আচার্য।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com