
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে পাবনায় খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করেছে ফিলিস্তিন সমর্থনকারীরা। শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে এসব মিছিল বের হতে দেখা যায়।
তবে অধিকাংশ বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ হলেও বিক্ষোভকারী একটি দল শহরের স্বাধীনতা চত্ত্বরের পাশের লতিফ টাওয়ারের বাটা শোরুমে ঢিল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করেছে। শনিবার দুপুর পৌনে ১টার দিকে এঘটনা ঘটে। ঘটনার পরপরই মিছিল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
প্রত্যক্ষদর্শী ও শোরুম সংশ্লিষ্টরা জানায়, ফিলিস্তিনের পক্ষে ও ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাস টার্মিনাল এলাকার মুজাহিদ ক্লাব ছাত্রজনতার ব্যানারে ২০ থেকে ২৫ জনের একটি দল এদিন দুপুর পৌনে ১ টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে এসে অবস্থান করে। মিছিলটি সরকারি এডওয়ার্ড কলেজ গেইটের দিক থেকে শহরেরর নতুন ব্রিজ হয়ে স্বাধীনতা চত্বরে আসে। এরপর হুট করেই তাদের কাছে থাকা বিভিন্ন সাইজের ইটপাটকেল লতিফ টাওয়ারের বাটা শোরুমকে লক্ষ্য করে ছুঁড়তে থাকে। এসময় শোরুমের কয়েকটি গ্লাস কিছুটা ভেঙে ও ফেটে যায়। তবে অবস্থা বেগতিক দেখে তৎক্ষনাৎ শোরুমের সাটার নামিয়ে দেয়ায় খুব বেশি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শোরুম সংশ্লিষ্টরা।
এব্যাপারে ওসি আব্দুস সালাম বলেন, এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। ভাঙচুর শেষে মিছিল নিয়ে যাবার পথে সরকারি শহিদ বুলবুল কলেজ গেইটের সামনে থেকে তাদের আটক করা হয়েছে। এরা সবাই মুজাহিদ ক্লাব এলাকার। জিজ্ঞাবাদ করে দেখবো, কেন তারা এ ধরণের কাজ করলো।
এর আগে গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে প্রথম ফিলিস্থিনের পক্ষে বড় একটি বিক্ষোভ মিছিল বের করে পাবনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে অন্যান্য শ্রেণি-পেশার মানুষও অংশ নেন। এদিনও লতিফ টাওয়ারের এ বাটা শোরুমে জুতা ও ঢিল নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। তবে মিছিল শুরু হবার আগেই শোরুম বন্ধ করে দেয়ায় ও ছাত্রনেতারা বিক্ষোভকারীদের নিবৃত্ত করায় তেমন ভাঙচুরের ঘটনা ঘটতে দেখা যায়নি। এছাড়া এদিন দুপুরে শহরের আব্দুল হামিদ সড়কের রায়ের বাজার মার্কেটে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের পাশের বাটাম শোরুমের সাইনবোর্ড ভাঙচুর করে কিছু ছাত্রজনতা। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরতে দেখা যায়।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]