
ফিলিস্তিনের গাজায় ইসরাইলিদের বর্বরোচিত গণহত্যা বন্ধের প্রতিবাদে দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাজপথে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী ও আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
শনিবার (১২ এপ্রিল) সকাল এগারোটায় হাকিমপুর সরকারি কলেজ থেকে হিলফুল ফুযুল, আত-তাক্বওয়া মাদ্রাসা ও আহলে হদীস আন্দোলন বাংলাদেশ ব্যানারে বিক্ষোভ মিছিল বন্দরের চারমাথা মোড়ে এসে মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সফল করতে বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসা, আত-তাক্বওয়া ইসলামি একাডেমি মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষ রাজপথে নেমে আসে।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্লে কার্ড, ফেস্টুন হাতে ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা স্লোগান দেয়, বিশ্ব মুসলিম এক হও, ইসরাইলিদের রুখে দাও, আমরা সবাই সালাউদ্দিন, মুক্ত হবে ফিলিস্তিন,গাজায় ইসরাঈলী গণহত্যা বন্ধ কর করতে হবে, গাজায় বর্বরোচিত শিশু হত্যা বিশ্ব নেতা চুপ কেন। সেই সাথে সবাইকে ইসরাইলী পণ্য বয়কট করার আহ্বান জানান নেতারা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন ক্ষুদে শিক্ষার্থী মো. আমির হামজা, জাগরনী গজল পাঠ করেন ক্ষুদে শিক্ষার্থী মো. মুজাহিদ।
স্বাগত বক্তব্য রাখেন এ কে এম আলমাস, বাংলাহিলি হিলফুল ফুযুল মাদ্রাসার পরিচালক ডা. আব্দুল মালেক, মাদ্রাসা শিক্ষক কামরুল ইসলাম, আইনুল ইসলাম, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা আমিনুল ইসলাম, মসজিদের ইমাম মোস্তাকিম, তানজিরুল, আশিফ হাসান সহ আরও অনেকে।
এসময় ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, অবিলম্বে গাজায় ইসরাঈলী গণহত্যা বন্ধ কর করতে হবে। গাজায় যে ভাবে পাখির মতো মানুষ ও ছোট শিশুকে হত্যা করা হচ্ছে। তারপরও বিশ্ব নেতা এবং আমেরিকা চুপ কেন?
বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আবেদন জানিয়ে নেতারা বলেন, আপনি যদি গাজায় যাওয়ার অনুমতি ও ব্যবস্থা করে দেন, আমরা সেখানে গিয়ে জেহাদ করতে প্রস্তুত আছি। একই সাথে সবাইকে ইসরাইলি পণ্য বয়কট সহ বিক্রয় না করার আহ্বান জানান তারা।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]