
ময়মনসিংহের ত্রিশালে বাস ও সিএনজি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন তিনজন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হনুফা আক্তার এবং অজ্ঞাত এক যুবক। নিহত হনুফা জেলার গৌরীপুর উপজেলার টাঙ্গাপাড়া এলাকার রিপন মিয়ার স্ত্রী। দুর্ঘটনায় রিপন মিয়াও আহত হয়েছেন।
রিপন মিয়া জানান, তাদের কর্মস্থল গাজীপুরের মাওনা। তারা সেখান থেকে বাসে করে ত্রিশাল আসেন। এরপর সিএনজি করে ছোট ভাইয়ের ছেলের বিয়ে উপলক্ষে গৌরীপুরের নিজ বাড়ি যাচ্ছিলেন। তাদের সিএনজিটি ত্রিশাল বালিপাড়া সড়কের বীর রামপুর এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার স্ত্রীর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মনসুর আহম্মেদ জানান, দুর্ঘটনায় নিহত ২ জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। নিহত অপর যুবকের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]