নরসিংদীর
রায়পুরায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার দুদিন পর থানায় মামলা
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ২২:২৬
রায়পুরায় দুই স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনার দুদিন পর থানায় মামলা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর রায়পুরায় ঘুরতে গিয়ে ষষ্ঠ শ্রেণির দুই স্কুল ছাত্রীকে গণধর্ষণের ঘটনার দুইদিন পর অবশেষে রায়পুরা থানায় মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ জানান, বুধবার (১০ এপ্রিল) রাতে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ নিয়ে আসলে মামলাটি নেওয়া হয়।


মামলায় অভিযুক্তরা হলো; বাঘাইকান্দী গ্রামের মঙ্গল মিয়ার ছেলে ইমরান (১৯), ওমর ফারুকের ছেলে রাজ্জাক (২৫), সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহমান (২৭), মজিবর ওরফে মজি পাগলার ছেলে ইসরাফিল (২৩), কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া (২৮) ও খলিল মিয়ার ছেলে রমজান (২২) এবং চরআড়ালিয়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে কাইয়ুম মিয়া (২১) ও শাহ মিয়ার ছেলে মুন্না মিয়া (২৩)।


প্রসঙ্গত, গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী গ্রামের কাইয়ুম (২১) ও মুন্নার (২৩) সঙ্গে ঘুরতে যায় ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া ওই দুই স্কুল ছাত্রী। ব্যাটারিচালিত অটোরিক্সাযোগে নরসিংদী শহর ঘুরা শেষে সন্ধ্যায় বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এসে নামেন তারা। পূর্ব থেকে উৎপেতে থাকা কাইয়ুম ও মুন্নার অপর ছয় বন্ধু সেখানে অপেক্ষারত ছিল। এসময় তারা এক ছাত্রীকে জোরপূর্বক নদীর ধারে এবং অপর ছাত্রীকে স্কুলের পাশে জনৈক নিকসন মেম্বারের বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে।


এ ঘটনার পর ভুক্তভোগী শিশুদ্বয়ের পরিবারের লোকজন প্রভাবশালী লোকদের ভয়ে প্রথমে মামলা করতে অনিহা প্রকাশ করে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পরে মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদীর সার্বিক সহযোগিতায় ভুক্তভোগীর পরিবার নরসিংদী জেলা প্রশাসকের শরণাপন্ন হন। পরে ভুক্তভোগীর পরিবার ঘটনাটি বিস্তারিত জেলা প্রশাসককে অবহিত করলে তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এরপরই রায়পুরা থানায় ভুক্তভোগীর পরিবার পৃথক দুটি মামলা দায়ের করেন।


রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীদ্বয়ের পিতা বাদী হয়ে ৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশী অভিযান অভ্যাহত রয়েছে। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com