
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি) এর এক বিশেষ অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস- ৩,৬৮০ পিস এবং ফুচকা-৬০০ কেজি আটক করে।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) আনুমানিক ৩:১০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি কায়দা কানুন ব্যবহার করে সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস- ৩,৬৮০ পিস এবং ফুচকা-৬০০ কেজি আটক করতে সক্ষম হয়। আটককৃত অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ৪০,৭৪,০০০ টাকা। আটককৃত ভারতীয় উন্নতমানের সানগ্লাস ও ফুচকা আখাউড়া কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাহাতে ভারত হইতে যে কোন প্রকার চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]