
পাবনার আওতাপাড়ায় আঞ্চলিক মহাসড়কে নসিমন-ভ্যানের সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ৩
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর আড়াইটা দিকে ঈশ্বরদী উপজেলার আওতা পাড়া নূরার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত মক্কেল আলী (৪৫) উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর আমি তো আলাউদ্দিন সরকারের ছেলে। এই ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও পুলিশ জানায়, আওতা পাড়া থেকে একটি ব্যাটারি চালিত অটো ফ্যান নূরার মোড়ে নছিমনের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই একজন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে এবং এক মহিলার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রাজশাহীতে প্রেরণ করে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]